যদিও পৃথিবী সুন্দর আমার ভাল লাগেনা। কে যেন আমার সব কেড়ে নিয়েছে।কে কেড়ে নিয়েছে জানিনা।শুরু জানি তুমি একজনা।তুমি যদি আমাকে ভালবাস সব ভুলে যাব।পৃথিবীর মায়া ভুলে শুধু তোমাকে নিয়ে বাঁচব।তুমি আমার শুধু একজন তোমাকে ছাড়া কি থাকা যায়? তুমি আমার হও, এমনভাবে হও যেন কেউ কোনদিন কেড়ে নিতে না পারে। আমি যেখানেই যাই তোমাকে খুঁজি, তোমাকে না পেলে মরে যাই।তুমি যদি কোন এক রাতে এসে বল এই যে আমি শুধু তোমার আমার আনন্দের কোন সীমা থাকবেনা।
পাহাড়,, পর্বত, গাছপালা কত কথা বলে কিছু শুনিনা।শুধু শুনি তোমার কথা, তুমি যে শুধু একজনা। তুমি যদি আন্দামান দ্বীপপুঞ্জ গিয়ে এক ঘন্টা কাটাও, আমি কাটাব দশ ঘন্টা কারন আমি তোমার কথা শুনতে চাই।
এই যে এত ভালবাসি এর কারন কি; এর কারন তোমার মাথায় একটি চাঁদ আছে, সেটা আমাকে দিয়ে দিও। আর যাই কর রাত বারটার সময় উঠে গান কোরোনা তাহলে তুমি মরে যাবে।
তোমার মাথার সিঁথি খুব সুন্দর তুমি এটার যত্ন নিও, ভাল করে যত্ন নিও। আবার একদিন দেখা হবে, দেখা হবে সেই নীল গাছতলায়।
