জানি তুমি আর আগের মত মত নেইঃ তুমি ফুল দেখলে দাড়িয়ে থাকনা, কোকিল দেখলে কুহুকুহু সুর তোর তোলনা, তোমার দরজার পাশে একটি দরজা আছে সে দরজা ধরে তুমি দাড়িয়ে থাক।তোমাকে কেউ হ্যাঁ বললে তুমি না বলনা, তুমি বল, না বলে কি হবে? তোমার বাড়ির পাশে যে কুকুররটি নিয়মিত ঘুরাফিরা করত সেটি আর তোমার কাছে আসেনা। কারন, তুমি তাকে সেই আগের মত খাবার দাওনা, তুমি যখন হিমছরি যেতে সাথে মোটা চামড়ার ব্যাগ নিয়ে যেতে তুমি আর সেখানে যেতে সে ব্যাগ’ নাওনা, তোমাকে একজন ফুফু বলে ডাকত সে এখন আর তোমার কাছে আসেনা। কারন, তুমি তাকে কাছে ডেকে গল্প করনা।
কেন এমন? তোমাকে যে ভালবাসত সে আর তোমাকে ভালবাসেনা। সে এখন অন্য একজনকে নিয়ে ব্যস্ত।সে এখন তাকে দেখলে ঠোঁটে ঝড় তুলে সামনে এগিয়ে যায়।
এখন কথা হল তোমার এ অবেলা কাটবে কি করে? তুমি মনে রেখো তোমার এমন একজন আছে যে তোমাকে তোমার চেয়েও বেশি ভালবাসে।সে তোমার জন্য জীবন বাজি রাখতে পারে।সে গতকাল তোমার কথা ভেবে সাড়ে সাত তালা থেকে লাফ দিতে চেয়েছিল।
যাইহোক এখন তুমি তার কিনা বল।তুমি যদি তার না হও তার তো মরে যাওয়া ভাল।সে কার কাছ থেকে শুনেছে তুমি নাকি তার নও।তাহলে তার যত দ্রুত সম্ভব এ এখান থেকে পালিয়ে যাওয়া উচিত নয়?
