0
বলতো ভালবাসার মানুষকে কি করতে হয়? সবসময় আগলে রাখতে হয়।তুমি কি আমাকে আগলে রাখ? না।তার মানে তুমি আমাকে ভালবাসনা। তুমি এমন কেন? তুমি কেন আমাকে ভালবাসনা? তুমি ভালবাসলেতো আমার দিন অনেক সুখে যেতঃ আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতাম কেউ আমাকে জড়িয়ে ধরেছে। ঘুম থেকে উঠে দেখতাম সত্যি সত্যিই কোন একজন আমাকে জড়িয়ে ধরেছে। যখন দেখতাম সে জনা তুমি তখন আমার আর আনন্দের সীমা থাকতনা।আমি আমার নিজেকে এই পৃথিবীর অধিপতি মনে করতাম।তুমি কি আমাকে একবারও সে সুযোগ দেবেনা? আমাকে একবার এই পৃথিবীর অধিপতি মনে করার সুযোগ দাও।তোমার তো কোন লস্ নেই। তোমার কারণে যদি কেউ নিজেকে এই পৃথিবীর অধিপতি মনে করে তাহলে তো তোমার খুশি হওয়ারই কথা। তুমি সে সুযোগ থেকে আমাকে বঞ্চিত কোরোনা; তুমি কারো অসীম আনন্দের কারন হওয়া থেকে নিজেকে দূরে রেখোনা।
0
নাইছ