যতবার আমি ফুলের কথা ভাবি ততবারই মুগ্ধ হয়ে যাই; ফুল’ কত সুন্দর। সেই ফুল’ কে? সেই ফুল’ তুমি।সেই তোমাকে ভালবাসি। তুমি আমাকে কি দেবে? দাও দাও নাকের নোলক দাও, সেটা আমি গলায় জড়িয়ে নেব। না,….. নোলকতো গলায় জড়ানো যায়না। তাহলে তোমার গলার নুপূর দাও।
এবার বল তুমি সকাল হলে কি কর? নিশ্চয়ই কানামাছির মাঠে বউচি খেলা দেখতে যাও, আমিও যাব।দেখব সে নাম আমাকে আমার সবচেয়ে আপনজনের নাম ধরে ডাকে কিনা।তুমি যদি একদিন একরাত নীল দীঘির পাড়ে মাছ ধরা দেখতে যাও আমিও যাব।আমি বলব, এ মাছ আমার; তুমি বলবে, এ মাছ তোমার।
হয়ত পৃথিবীতে অনেক কিছুই লেখা আছে। লেখা হয়নি তোমার আমার কাহিনী। যেদিন সে কাহিনী লেখা হবে সেদিন আমরা আমাদের নতুন জীবন একে অপরকে দান করব।
তীরে এসে ডুবল তরী- কে বলেছেন? কঙ্গনা সেন।তার এক হাজার মন ওজনের গলার হার পানিত’ পড়ে গিয়েছিল। কিন্তু আমাদের এ প্রেম হারাবেনা, তাইতো আমরা বার বার নতুন জীবন লাভ করি।