সবাই যখন দুঃখ চায় আমি তখন সুখ চাই, সবাই যখন সুখ চায় আমি তখন দুঃখ চাই।কেন? আমার মনে অনেক দুঃখ।এ দুঃখ দিয়েছে কে? ঈশ্বর। সেই ঈশ্বরের মনে মনে হয় অনেক দুঃখ। সে দুঃখটা কি জানতে বড় ইচ্ছে করে।
সে দুঃখটা যদি হয় নীল সাগরের পানি তাহলে অনেক ভাল হয়। কারন, নীল সাগরের পানিতে অনেক পানি।সে পানিতে কারা বাস করে কারো জানা নাই। শুধু নীল নয়না নামে একজন নাকি বাস করত, সে আজ মারা গেছে, তার মৃত্যুতে শোকের ঢেউ উঠেছে।
ও ঈশ্বর তুমি এত দুঃখ নিয়েবাস কর কেন? তোমার বুঝি মা-বাপ নেই। তোমার মা-বাপের ব্যবস্থা যেন আজই হয়।-
আমি আর কোনদিন তোমার কাছে কেঁদেছি কিনা জানিনা। তবে আজ কাঁদলাম।তুমি আজ আমার কথা শুন।
তোমাকে কেউ ঈশ্বর বলে ডাকবে কিনা জানিনা। তবে আমি ডাকব। তুমি আমার কথা শুন। দেখবে, তুমি নতুন ঈশ্বরের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছ।
তুমি নাকি একদিন না খেলে তিনদিনের ব্যবস্থা কর।আজ আমি না খেয়ে আছি সাতদিন, তুমি আমাকে কি খাওয়াবে?
তুমি আমাকে আরবের খুরমা খাজুর খাওয়াও।কারন, আরবের খুরমা খাজুরের কথা মনে পড়লে মনে হয় আরবের খুরমা খাজুর কে যেন কতদিন খায়নি।
