0
বাবাও ভাল মাও ভাল। অথচ ছেলে ভালনা।ছেলে হয়েছে তার দাদার মত। ছেলে এখন যাকে দেখে বলে তুই আমার দাদা,তুই আমার দাদা।কেউ যদি তাকে কিছু বলে অমনি মারে এক ঘুষি।মা বাবা এই ছেলে’ নিয়ে চিন্তিত । কি করবে ভেবে পাচ্ছেনা।একদিন নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার বলে একে তো ভাল করা সম্ভব নয়, এ হয়েছে দাদার মত।বলে, তাহলে কি করতে হবে? ” দাদার কবরে মটি দিয়ে দেন।” দাদার কবরে তো মাটি দেওয়া সম্ভব নয়।” “তাহলে পাশের কবরে মাটি দিয়ে দেন।” “তাওতো সম্ভব না।” ” তাহলে মেরে ফেলেন।” “মেরে ফেললে আমরা বাঁচব কি করে! ”
সে এখন সারক্ষণ শুধু ‘দাদা’ ‘দাদা’ করে।

0