0
সবলের কাছে দূর্বল মার খায় কেন? কারন, সে দূর্বল তাই।তাহলে আমিও তোমার কাছে দূর্বল হবনা দেখি তুমি আমাকে মারতে পার কিনা। অবশ্যই মারব যদি তোমার হাতে কোন লাঠি না থাকে। আমি অবশ্যই লাঠি নিয়ে দাঁড়াব।তাহলে তোমাকে মারব কিভাবে?

0
সবলের কাছে দূর্বল মার খায় কেন? কারন, সে দূর্বল তাই।তাহলে আমিও তোমার কাছে দূর্বল হবনা দেখি তুমি আমাকে মারতে পার কিনা। অবশ্যই মারব যদি তোমার হাতে কোন লাঠি না থাকে। আমি অবশ্যই লাঠি নিয়ে দাঁড়াব।তাহলে তোমাকে মারব কিভাবে?
আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)