0
আমি যা চাই তুমি তা চাও? না।তারপরও আমরা একে অপরকে ভালবাসি। কেন? আমাদের কোথায় যেন একটি সুন্দর মিল আছে। সে মিলটি কি কেউ কি আমাদের বলে দিতে পারবে? যদি না পারে তাহলে তার কেন জন্ম হল! তার তো জন্ম নেওয়া ঠিক হয়নি!
তার জন্ম হয়েছে আকাশের ধ্রুব তারা ঘরে বসে বসে গুণে দেখার জন্য। তাহলে আমরাও আকাশের ধ্রুব তারা ঘরে বসে বসে গুণব।

0