0
এইতো সেদিন তুমি আকাশ ছিলে,
এইতো সেদিন তুমি বাতাস ছিলে,
সবচেয়ে বেশি ছিলে নদী যে নদী আমি অনেক বেশি ভালবাসি।
আজ আর তুমি নদী নয়, আজ আমার মরে যেতে ইচ্ছে করছে।
না, না তুমি মরোনা, আমি সারাক্ষণই নদী
0
এইতো সেদিন তুমি আকাশ ছিলে,
এইতো সেদিন তুমি বাতাস ছিলে,
সবচেয়ে বেশি ছিলে নদী যে নদী আমি অনেক বেশি ভালবাসি।
আজ আর তুমি নদী নয়, আজ আমার মরে যেতে ইচ্ছে করছে।
না, না তুমি মরোনা, আমি সারাক্ষণই নদী
আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।