0
বঙ্গ দেশের জমিন কেনা
তাজা রক্ত দিয়ে,
সাহস শক্তি অটুট ছিলো
কেতন হাতে নিয়ে।
বঙ্গ দেশের এই মাটিতে
কতো রক্ত মিশে,
চব্বিশে যে তাজা প্রাণের
রক্ত নিলো পিষে।
নবীন দেহের অটুট শক্তি
দুর্বার গতি দৃষ্টি,
চব্বিশের ঐ পাঁচ আগষ্টে
আবার নব সৃষ্টি।
বঙ্গ দেশের দেখবো সবাই
নব্য তন্ত্রের পর্ব,
এমন দেশটা গড়বো মোরা
করব সবে গর্ব।
স্বৈরাচার সব উধাও হলো
নব্যতন্ত্রের দেশ,
বৈষম্যের ঐ বিভেদ ভুলে
থাকব তবে বেশ।
0
ভালো লিখেছেন কবি