নব্যতন্ত্র দেশ

0

বঙ্গ দেশের জমিন কেনা
তাজা রক্ত দিয়ে,
সাহস শক্তি অটুট ছিলো
কেতন হাতে নিয়ে।

বঙ্গ দেশের এই মাটিতে
কতো রক্ত মিশে,
চব্বিশে যে তাজা প্রাণের
রক্ত নিলো পিষে।

নবীন দেহের অটুট শক্তি
দুর্বার গতি দৃষ্টি,
চব্বিশের ঐ পাঁচ আগষ্টে
আবার নব সৃষ্টি।

বঙ্গ দেশের দেখবো সবাই
নব্য তন্ত্রের পর্ব,
এমন দেশটা গড়বো মোরা
করব সবে গর্ব।

স্বৈরাচার সব উধাও হলো
নব্যতন্ত্রের দেশ,
বৈষম্যের ঐ বিভেদ ভুলে
থাকব তবে বেশ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা ভালোবাসার পরাজয়

কবিতা ভালোবাসার পরাজয় আফছানা খানম অথৈ তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা তাই মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম সর্বদা আর

জুম্মার দিন

জুম্মার দিন মোঃ রুহুল আমিন জুম্মার দিনে একটু আগে কাজ গুছিয়ে নাও, আযান হলে গোসল সেরে মসজিদ ঘরে যাও। প্রথম

কেমন প্রথা নীতি

মানব জাতি ধর্মের জন্যেই ধরায় বুঝি সৃষ্টি, জাতি বিভেদ করছে তবে ভিন্ন ভিন্ন কৃষ্টি। মানব জাতি করে পালন স্বজাতির ঐ

তুরাগ তীরে দ্বন্দ্ব

তাবলীগ করে ধর্মের পথে শান্তির কথা বলে, ধর্মের কর্মে ডাকতে থাকে ছয় উসুলে চলে। দাওয়াতি কাজ হাসিল করে অর্জন করে

One Reply to “নব্যতন্ত্র দেশ”

Leave a Reply