0
এখন অনেক রাত এখন তুমি এসোনা। তুমি এসো সকাল হলে, তখন তোমাকে কেউ আমার সাথে দেখলে রাগ করবেনা। কতকাল আমি তোমার অপেক্ষায় ছিলাম, পথের ধারে গিয়ে বসে থাকতাম, নদীর পাড়ে গিয়ে কথা বলতাম, কতজন কত কি বলেছে গায়ে মাখিনি, তুমি আসবে সেই তো অপেক্ষা। তুমি আসবার সময় একটি বড় চিরুনি নিয়ে এসো, আমি যাতে মনমত মাথা আঁচড়াতে পারি, অনেকদিন মাথা আঁচড়াইনিতো তোমার চিন্তায় চিন্তায়।তবে আসবার সময় একটু সাবধানে হেঁটো কারন কাল শুনেছি কে যেন এক বিরাট লাশ মেরে ফেলে রেখে চলে গেছে ঐ জঙ্গ নদীর ধারে। তুমি আসবার সময় একটি বড় পাখা নিয়ে এসো কিছুক্ষণ বাতাস করবতো।
এইভাবে যদি দিন যায় তাহলে কেমন হয়, সারাক্ষণ শুধু তুমি গাইবে আমি শুনব, সে গানের থাকবেনা কোন শেষ, শুধু মাঝে মাঝে একটু বিরতি দিয়ে শনব। তুমি যে অনামিকা ফুল সে কথা আমাকে মাঝে মাঝে একটু স্মরন করিয়ে দিয়ো।

0