0
নারী তুমি নারী নও, তুমি এক দানবঃ তুমি আমাকে দেখলে কাছে ডাক, পাশে বসতে বল, আমার চুল ধরে টানাটানি কর, আমাকে দেখলে বল, ‘ এই তুই ঐ দিকে যাস্ কেন্! তোমার কোন ঘুম নেই, সারাক্ষণ হাম্বা হাম্বা রব তোল, রাত বারটা বাজলে বল…….. বারটা বাজলে কেন?
তুমি আসলে বিচ্ছরি এক জোচ্চর।
‘না আমি এসব করিনা ; আমি শুধু মাথায় সিঁথি কাটি; সিঁথি কেটে কেটে সেগুলো চুলে ভিজাই ‘। কে বলেছে? ‘ ও পাড়ার মদন লাল মোহন’। মদন লাল মোহন কি করে? ‘সে আমলকীর ব্যবসা করে ‘।
তাহলেঃ তুমি নারী।
0
নাইছ
সুন্দর মন্তব্য দিয়ে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।সুস্থ থাকুন।কুশলে থাকুন।শুভেচ্ছা রইল।