0
আমরা সবে গাছ-গাছালি
কেটে করছি বাড়ি,
আবাস ভেঙে গেছে পাখির
দিচ্ছে তাই পাড়ি।
কোথায় গেলো পাখির মেলা
বলতে গিয়ে থামি,
পাখির থাকা আবাস খানি
ভাঙছি তুমি আমি।
বাড়ির পাশে একসময়ে
পাখির ছিল ঝাঁক,
মন জুড়িয়ে যেতো সবার
শুনে পাখির ডাক।
নেইতো আজি বাড়ির পাশে
নানা পাখির মেলা,
গাছের ডালে সাঁঝের বেলা
করতো তারা খেলা।
আহার খোঁজে অনেক দূরে
নীল আকাশে উড়ে,
খাবার খেয়ে দল বেঁধে যে
ফিরে আসতো নীড়ে।
0
ভালো লিখেছেন কবি
ধন্যবাদ কবি