0
গুনগুন করে গান গাইত পাখি। একদিন পাখি মারা গেল।আমি বললাম, আমি গান শোনাব।সবাই বলল, তোমার পক্ষে গান শোনানো সম্ভব নয়। তাহলে? পাখির কেন ওন্ম হল! পাখির জন্ম না হলেতো আমি গান শোনাতাম!
একদিন পাখি হাসত, বইত, খেলত। আজ কিছুই করেনা। সে কথা মনে পড়লে চোখে জল এসে যায়।আমার কেবলই মনে হয় পাখির যদি জন্ম না হত তাহলে তো আমাকে এত কষ্ট করতে হতনা।তাহলে? পাখির কেন জন্ম হল! পাখির জন্ম না হলেতো ভাল হত!
কোন এক কবি বলেছিলেন পাখির জন্ম হয়েছে নাকি আকাশের ধ্রুব তারা দেখার জন্য। আমিও আকাশের ধ্রুবতারা দেখব,দেখি মনের ক্ষোভ লাঘব হয় কিনা।যদি না হয় তাহলে বলব, ঐ পাখি তোর জন্মই মিছা!

0