0
আজ এই ক্ষণে
কত কথা মনে
এই নির্জনে।
কত পথ চলি
কত কথা বলি
দুজন মিলি।
ওগো প্রিয়তম
একবার বল
দুজনাতে আজ
কি যে হল।
চোখে চোখে চোখ
রাখিয়া আমি
নিয়েছি চিনে
অন্তরখানি।
ভালবাসা আজি
শুধু ফুলরাজি
ফুটেছে সবাই
নববধূ সাজি।
এই দিন কভু
ফুরাবেনা জানি
যদি তুমি থাক
হয়ে মন-রানী।
যদি তুমি হও
নীল পরীর দেশ
আমি হব সেই
নীল আবেশ।
সাগরের তল
আছে ওগো জানা
এ প্রেমের সীমা
শুধুই অজানা।
ভালবাসা খানি
কতটা দামী
জানে এই মন
আর অন্তর্যামী।

0