যদি এমন হয় পৃথিবীতে কোন ফুল নেই, তুমি কি করবে? তুমি শুধু কাঁদতে থাকবে হায় ফুল নেই, হায় ফুল নেই। আমি তখন কি করব? চিন্তার কিছু নেই ফুল একদিন না একদিন সৃষ্টি হবেই।তখন আমাদের ভালবাসা আরও গভীর হবে, আমরা শুধু ফুলের জন্য অপেক্ষা করব।কিন্তু দেখা গেল ফুল কোনদিনই ফুটলনা তখন? ভালবাসা আরও গভীর হবে, বলব ফুল নেই তো কি হয়েছে আমরাতো একে অপরকে ভালবেসেছি, এই ভালবাসা যেন চিরদিন অটুট থাকে।
অটুট রাখার জন্য আমরা কি করব? নতুন নতুন শপথ করব, হায় তুমি আমার আমি তোমার আমরা একে অপরকে ছাড়া বাঁচবনা। তখন ফুল- পাখিরা এসে জড়ো হবে, বলবে, আমরাও এর ভাগিদার হতে চাই।
“এমন একটি দিন কেন আসেনা? আসলেতো কত আনন্দ হত।” আসবে আসবে একটু ধৈর্য্য ধর,দেখ ঐ যে আকাশে ফুল ফুটেছে। ” আকাশে ফুল? সত্যিই নিয়ামক। এ নিয়ামক প্রতি মুহূর্তে চাই।” প্রতি মুহূর্তেই, আজ তিনটা ধর, কাল কমচেকম তিন লক্ষ হাজার ফুটবে।”
