0
আমার ডান হাত বাঁকা, আমার বাম হাত বাঁকা, বাঁকা আমার চোখ, বাঁকা আমার ঠোঁট, বাঁকা আমার দাঁতের আগা, বাঁকা আমার নখের গড়ন, শুধু বাঁকা নয় আমার লাল-নীল হাসি। তাহলে? সেটি কেন বাঁকা হলনা! সেটি বাঁকা হলেই তো আমি সর্ব বাঁকার উপাধি পেতাম আর সর্ব বাঁকা হলেইতো আমার নাম বাঁকা হয়ে যেত।
সেটি বাঁকা হয়নি কারণ তোমাকে জ্ন্ম দেওয়ার সময় তোমার মা অনেক বেশি বাঁকা ছিলেন। তাহলে, তিনি যেন আরো বেশি বাঁকা হয়ে যান।

0