0
আমার বাবা একদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা তুই অনেক বড় হবি।তো বাবাকে জিজ্ঞেস করলাম, তুমি কাঁদছ কেন? বললেন সেদিন আমি থাকি না নাথাকি! আজ আমি অনেক বড়, আজ বাবা নেই, আজ না জানি তিনি কোথায় আছেন, যেখানেই থাকেন সেখানে কি তিনি আজও কান্নারত!

0