0
কেউ যদি কাউকে ভাল না বাসে? সে মানুষ নয়। তাহলে আজ যে আমাকে ভালবাসলনা? সে অমানুষ। তাহলে আমি যাকে ভালবাসি? সে মানুষ! কেন? ” কারন, আমি তাকে ভালবাসি! ” কিন্তু সে যদি আমাকে ভাল না বাসে? তাপরও সে মানুষ।কেন? কারন, আমি তো তাকে ভালবাসি । তাতে কি হয়েছে? কারন, আমিতো মানুষ।
0