ভালবাসার নাম দীপশিখা

0

জানি তুমি সুন্দর, কবিতার মত সুন্দর। তুমি আমাকে ভালবাসনা। তাইতো তোমাকে আমার একটুও সুন্দর লাগছেনা। তুমি যদি বলতে কথা কবিতার মত, গাইতে গান সরস্বতীর মত কতইনা ভাল লাগত।তুমি একটুও সে কাজ করনা, তাইতো তোমাকে আমার ভাল লাগছেনা।যত যাই কর ভালবাসাকে অপমান কোরোনা।ভালবাসাকে অপমান করলে ঈশ্বরও যে সইতে পারেনা।তুমি আমাকে এ পর্যন্ত যত কথা দিয়েছ সবচেয়ে সুন্দর কালকেরটি। এ কথার মান তুমি রেখো তানাহলে যে সব ভালবাসা মরে যাবে

পিপীলিকা খায় কেন, জান? আগামীকাল বেঁচে থাকার জন্য। আমিও তোমার ভালবাসার জন্য বেঁচে আছি তুমি এ ভালবাসার অপমান করোনা।যত যাই বলুক ভালবাসা ঈশ্বর, অভিনব, দুর্বিনীত, তুমি এ ভালবাসার অপমান কোরোনা।

ভালবাসার অপমান করলে মরে যাবে ভেনাস, অ্যাফ্রোদিতি, ক্লিওপেট্রা, তুমি এ ভালবাসার অপমান কোরোনা।

ভালবাসা কি কোথাও পাওয়া যায়? কোথাও পাওয়া যায়না। এ শুধু পাওয়া যায় তূর পাহাড়ের গুহায়। কাজেই তুমি  ভালবাসার অপমান কোরোনা।

আদম ও হাওয়া কি করতেন? সারাক্ষণ শুধু ভালবাসতেন। কোন এক প্রহরে তিনি ( ঈশ্বর)  বলেছিলেন, তোমরা শুধু ভালবাসার জন্য সৃষ্টি । তাইতো তারা গন্ধম ফল খেয়েছিলেন। তাদের জেল হয়েছিল কত বছর?  সাড়ে তিনশ বছর।তারা কিন্তু মুক্তি পেয়েছিল। তার মানে – ভালবাসারই জয় হয়েছিল। তুমি কিভাবে অনন্তকাল ভালবাসবে সে চিন্তা কর।

ভালবাসাকে কলমীলতার সাথে তুলনা করা যায়।এ একবার জড়িয়ে ধরলে আর ছাড়িয়ে যেতে চায়না।তুমি কিভাবে ভালবাসার ‘ অবিনাশী ‘ হবে সে চিন্তা কর।

ভালবাসা অমর, অক্ষয়, অব্যয়।এ শুধু দিয়ে যায়, কিছু নেয়না।তাইতো ভালবাসা’ দিনরাত ভালবাসতে হবে।

ভালবাসা তুমি মোর বাগানের ফুল- এ হোক ব্রত, পরমব্রত, চিরঅম্লান বন্ধু। তাইতো তিনি মরে গিয়েছিলেন, চিরতরে মরে গিয়েছিলেন- এ হোক চির পরমব্রত।

ও আমার সখা একবার এসো ফুল বাগানে, মোর ফুল বাগানে – এ আমার চিরপরমব্রত।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কুরবানি

কুরবানিটা করে মুসলিম নিয়ত গুণে ভাই, হালাল টাকায় কেনা পশুর জবাই করে তাই। বিশ্বাস হৃদে ধারণ করে চলে মুসলিম গণ,

সাদা কালো

জুলাইয়ের ওই অভ্যুত্থানে পালিয়ে যায় কালো, ভাবলো সবে দেশটা তবে থাকবে যেন ভালো। দেশের লাগাম ধরবে টেনে আছে যতোই সাদা,

বিজ্ঞাপন

বিজ্ঞাপনে নাম ভাঙিয়ে করে সবার বশ, প্রচার করে প্রসার লাভে ছড়ায় খ্যাতি যশ। বিজ্ঞাপনে চলছে বেড়ে পঁচা পণ্যের মান. নকল

এ আই যুগে

এ আই যুগে কোথাও খুঁজে পাবে নাকো কালো, রূপ পাল্টিয়ে ছড়ায় তবে চাঁদের মত আলো। নিজের দেখে অবাক হয়ে বেজায়

Leave a Reply