0
তোমার আগে আমি জন্মেছিলাম। আমার আগে তুমি জন্মেছিলে।তার মানে আমরা একে অপরকে ভালবাসি। এমন ভালবাসার কেন সৃষ্টি হল? এমন ভালবাসার সৃষ্টি না হলেতো পাথরে পাথরে ঘর্ষণ লাগতনা।পাথরে পাথরে ঘর্ষণ লেগে আজ কোথায় যেন ছাই হয়ে গেছে অনেক ঘরবাড়ি।
এসব ঘর কে ঠিক করবে? এসব ঘর ঠিক করার মত কেউ নাই।শেষ পর্যন্ত আমাদের দুজনকেই গিয়ে ঠিক করতে হবে। চল তাড়াতাড়ি রওয়ানা দেই।

0