0
- পৃথিবীটা এত সুন্দর যে এখানে কারো কোন তুলনা নাই -এই বলে কামাল তাকাল তার প্রেমিকার দিকে।কামাল তুমি আমাকে ভালবাস কিনা? না। তাহলে তাকালে কেন? তোমাকে ভাল লাগে তাই।ভাল লাগলেই তাকাবে, ভালবাসা অমূল্য জিনিস তা তুমি জাননা? হ্যাঁ জানি।তাহলে তাকালে কেন? ভালবাসি! তাহলে বল, আমি তোমাকে ভালবাসি।হ্যাঁ বাসি।হাত ছুঁয়ে বল।এই যে হাত ছুলাম।ভালবাসা তার দিগন্ত খুঁজে পেল। এই ভালবাসা কি চিরদিন থাকবে? হ্যাঁ থাকবে। তাহলে নাও হাতের এই গোলাপ ফুল’ নাও।হাতের নয় বাঁ হাতেরটি দাও।ধর বাঁ হাতেরটিই নাও, ভালবাসা ভাল করে ভালবাসতে শিখ যেন কোনদিন না হারায়, কোনদিননা।

0