0
আমার প্রিয়া সুরঞ্জনার গালে দুটি তিল’ আছে। একটি তিল’ অনেক বড়, অন্যটি একটু ছোট। আমি দিনরাত বড় তিল’ গাঁটি।সে বলে তুমি এ তিল’ এত গাঁট কেন? আমি বলি, তানাহলে আমার ভাল লাগেনা। সে বলে, ‘তাহলে গাঁট ভাল করে গাঁট’। এখন আমাদের ভালবাসা অনেক গভীর। সে বলে, যদি আরেকটি তিল’ থাকত তাহলে কি হত? আমি বলি, ,… ভালবাসা আরও গভীর হত।সে বলে, তাহলেতো….. গভীর ভালবাসাই দরকার।
এখন সে রোজ রাতে বিশাল এক আয়নার সামনে আমাকে তার তিলটি দেখায়। বলে, এ তিল বড় কি আমি যেমন চেয়েছিলাম? আমি বলি, হ্যাঁ, বড়! সে বলে, তাহলে তুমি এখন … হাত রাখ।আমি হাত রাখি।সে বলে এমন ভালবাসার জন্যইতো অপেক্ষা করে আছি।
0