ভালবাসা হোক ভালবাসার মত

0

আমার প্রিয়া সুরঞ্জনার গালে দুটি তিল’ আছে। একটি তিল’ অনেক বড়, অন্যটি একটু ছোট। আমি দিনরাত বড় তিল’ গাঁটি।সে বলে তুমি এ তিল’ এত গাঁট কেন? আমি বলি, তানাহলে আমার ভাল লাগেনা। সে বলে, ‘তাহলে গাঁট ভাল করে গাঁট’।  এখন আমাদের ভালবাসা অনেক গভীর। সে বলে, যদি আরেকটি তিল’ থাকত তাহলে কি হত? আমি বলি,  ,…  ভালবাসা আরও গভীর হত।সে বলে, তাহলেতো…..  গভীর ভালবাসাই দরকার।

এখন সে রোজ রাতে বিশাল এক আয়নার সামনে আমাকে তার তিলটি দেখায়। বলে, এ তিল বড় কি আমি যেমন চেয়েছিলাম?  আমি বলি, হ্যাঁ,  বড়! সে বলে, তাহলে তুমি এখন …  হাত রাখ।আমি হাত রাখি।সে বলে এমন ভালবাসার জন্যইতো  অপেক্ষা করে আছি।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মাজার ও মানবতা

  বাইরে বৃষ্টির ভাব। মনে হচ্ছিল, এখনই অঝোরে বৃষ্টি নামবে। কিন্তু কিছু করার নেই — আমাকে বের হতেই হবে। রোগী

গল্প ডিভোর্স মেয়ে আফছানা খানম অথৈ

গল্প ডিভোর্সি মেয়ে আফছানা খানম অথৈ তানহার বিয়ে হতে না হতে ডিভোর্স হয়ে যায়।শিক্ষিত সুন্দরী চাকরীজীবি তবুও সংসার টিকাতে পারলো

কবিতা পলাশ সাহার মৃত্যু আফছানা খানম অথৈ

#কবিতা পলাশ সাহার মৃত্যু আফছানা খানম অথৈ পলাশ সাহার জীবনে এসেছিল এক রমনী বিবাহ বন্ধনের মাধ্যমে হলো সে ঘরনী। প্রথম

বিদেশে রয় বেশ

রাজনীতির ঐ লাভটা ভেবে দলে দিচ্ছে যোগ, টাকা কামায় রাজার বেশে করবে নাকি ভোগ। হঠাৎ করেই দালান কোঠা গড়তে যারা

Leave a Reply