0
ভালবাসার কারনে জগত ছেড়েছেন লাইলী, ভালবাসার কারনে জগত ছেড়েছেন মজনু, ভালবাসার কারনে জগত ছেড়েছেন শিরি, ভালবাসার কারনে জগত ছেড়েছেন ফরহাদ, আরো কত কে ভালবাসার কারনে জগত ছেড়েছেন। অথচ আমি জগত ছাড়তে পারলামনা।এমন কেউ কি আছে যে আমাকে ভালবাসার কারনে জগত ছাড়ার সুযোগ করে দেবে? যদি থাকে আমি তাকে ফুলের মালা পরাব, গলায় হীরের আংটি পরাব, সারাক্ষণ কোলে নিয়ে বসে থাকব, বলব, আয় আয় আয়, খাইতে চাইলে খাইতে দেব, নাচতে চাইলে নাচতে দেব; শুধু একটা জিনিস করবনা, বলব, আমাকে ছেড়ে দূরে কোথাও যেওনা, তুমি গেলে আমি বাঁচব কি করে।
যদি থাকে আজই জানাও, বাসা নম্বর-২, রোড নম্বর- ২, ভালবাসা ভবন, নীলদীঘির পাড় পরিবিবির মাঝার( যেখানে পরিবিবি জীবন দিয়েছিল ভালবাসার জন্য)
( বিঃ দ্রঃ যদি না জানাও পরিবিবি কষ্ট পেতে পারে)

0