0
তোমাকে যে ভালবাসে তাকে তুমি ভালবাসনা।তুমি ভালবাস এমন একজন’ যে তোমাকে ভালবাসেনা শুধু ছলনা করে। তুমি এমন একজন ভালবাসতে গেলে কেন? তুমি এই আমাকে ভালবাস দেখবে অনেক কিছু পাবে।
আমি তোমার জন্য যুদ্ধ জাহাজ জয় করেছি, সাতটি তারার তিমির ভেঙে খান খান করেছি, সিন্ধু সেচে মুক্ত এনে বীর দানবীর গলায় পরিয়েছি।তুমি আমাকে ভালবাস দেখবে অনেক কিছু পাবে।
এই পৃথিবীতে কে কার? সবাই সবার।অথচ আজ তুমি আমার হলেনা, আমি কেমন করে বলি “সে আমার অনেক আপন ছিল?” আপন যদি না হও পর হও।কারন পর হতেওতো আপন হওয়া লাগে, যে কোনদিন আপন ছিলনা তার পক্ষে তো কোনদিনই পর হওয়া সম্ভব নয়।
0