ভালবাসি এক দুই তিন

0

তোমাকে যে ভালবাসে তাকে তুমি ভালবাসনা।তুমি ভালবাস এমন একজন’ যে তোমাকে ভালবাসেনা শুধু ছলনা করে। তুমি এমন একজন ভালবাসতে গেলে কেন?  তুমি এই আমাকে ভালবাস দেখবে অনেক কিছু পাবে।

আমি তোমার জন্য যুদ্ধ জাহাজ জয় করেছি, সাতটি তারার তিমির ভেঙে খান খান করেছি, সিন্ধু সেচে মুক্ত এনে বীর দানবীর গলায় পরিয়েছি।তুমি আমাকে ভালবাস দেখবে অনেক কিছু পাবে।

এই পৃথিবীতে কে কার? সবাই সবার।অথচ আজ তুমি আমার হলেনা, আমি কেমন করে বলি “সে আমার অনেক আপন ছিল?” আপন যদি না হও পর হও।কারন পর হতেওতো আপন হওয়া লাগে,  যে কোনদিন আপন ছিলনা তার পক্ষে তো কোনদিনই পর হওয়া সম্ভব নয়।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মূল কাঠামো চাও

ন্যায়বিচারের শাসন নীতি মূল কাঠামো চাও, সত্যের বিধান ধারকগণের সুযোগ তবে দাও। বিধান মতে রাজ কায়েমে দিলে সবাই মত, জাতি

আক্রোশ গন্ধ

আক্রোশ গন্ধ মোঃ রুহুল আমিন বঙ্গ দেশেই ছিল একটা স্বৈরাচারী রাজা, জনের দিতো নির্মম ভাবে কঠিনতম সাজা। শিকল বেড়ি ডান্ডা

মাথায় ঢালে ময়লা

মানব জীবন অতি ছোটো কর্ম গুণটা বড়ো, সুবাস ছড়াও ভালো কর্মে তেমন জীবন গড়ো। কর্মের দোষে দেহের থেকে পঁচা গন্ধ

বিকল্প নাই

আযান শুনে নামাজ পড়ো মুসলিম তুমি ভাই। ইসলামী ওই শাসন নীতির বিকল্প যে নাই। প্রভুর প্রতি একিন তোমার ঈমানের ওই

Leave a Reply