0
কে বলেছে ভালবাসা নাই? ভালবাসা আছে গাছে, ভালবাসা আছে মাছে, ভালবাসা আছে নাচে, ভালবাসা আছে দূর্বৃত্তের পাছে।শুধু ভালবাসা’ খুঁজতে হবে। এমনভাবে খুঁজতে হবে যেন সে চলে আসে কাছে।
আমি সেই ভালবাসা চাই যে ভালবাসার কোন শেষ নাই। সে ভালবাসা আছে লাস ভেগাসে।আমি একদিন সেখানে যাব। দেখব সে কি করে।

0