0
মানব জীবন অতি ছোটো
কর্ম গুণটা বড়ো,
সুবাস ছড়াও ভালো কর্মে
তেমন জীবন গড়ো।
কর্মের দোষে দেহের থেকে
পঁচা গন্ধ আসে,
এমন জীবন করলে গঠন
থু থু দিয়ে হাসে।
সম্মান তবে অটুট থাকবে
ভালো হলে কর্ম,
বেঁচে থাকতে কর্মের মাঝে
বুঝতে হবে মর্ম।
কর্মের জন্যেই ভালোবেসে
পাচ্ছে ফুলের মালা,
কুকর্মের ঐ মানব গুলোর
মাথায় ঢালে ময়লা।
এমন জীবন করো গঠন
মানব তুমি ভবে,
ভালোবাসার পরশ নিয়ে
মানব হৃদে রবে।
বসুধায় যে ভালো মন্দে
মানব বেঁচে থাকে,
কেমন ভাবে থাকবে ভবে
ভাবতে হবে তাঁকে।

0
খুব ভালো