0
অত্যাচারীর শোষণ থেকে
ফিরে পেতে বাক,
সবাই মিলে দেশ স্বাধীনের
দেয় বিজয়ের ডাক
মায়ের ছেলে মুক্তিসেনা
অস্ত্র নিলো হাতে,
বিজয় পেতে যুদ্ধ করে
আঁধার কালো রাতে,
দেশের জন্যে যুদ্ধে গেলো
জীবন বাজি রেখে,
কাঁপতে থাকে শত্রু সেনা
ওদের সাহস দেখে।
মাথায় বেঁধে কেতন খানি
করে যুদ্ধের পণ,
ভাবে সবাই বিজয় শেষে
পাবো সুখের ক্ষণ।
বীরের মতো যুদ্ধ করে
মুক্ত করবে দেশ,
স্বাধীন দেশে বীরের বেশে
সুখে থাকবে বেশ।
দেশ স্বাধীনের যুদ্ধ চলে
দীর্ঘ ন’মাস ধরে,
ডিসেম্বরের ঠিক ষোলোতে
দেশটা স্বাধীন করে।
0