মৃত মানুষ

0

মৃত মানুষেরা কি করে? কিছুই করেনা, সারাক্ষণ শুধু ঘুম পাড়ে। ঘুম পাড়ে কেন? তাদের কোন কাজ নেই।তাহলে তুমি তাদের একটি কাজ দিয়ে দাও।না আমার হাতে কোন কাজ নেই। তাহলে তুমি কিসের মৃত মৃত মানুষ হলে? না, আমি মৃত মানুষ নই, আমি শুধু তাদের মাথা হাত দিয়ে পরিষ্কার করে দেই।তাহলে আমার মাথাও হাত দিয়ে পরিষ্কার করে দাও।না, তোমার মাথা পরিষ্কার করা যাবেনা। কেন? তোমার মাথায় অনেক দুর্গন্ধ। তাহলে একটি রুমাল দিয়ে পরিষ্কার করে দাও।তেমন কোন রুমাল আমার কাছে নেই। আমার শোবার ঘরের পাশের টেবিলে আছে সেটা এনে পরিষ্কার করে দাও। আনছি। ধর।ধরলে হবেনা, মাথার ঠিক আগ পাছ সব জায়গা পরিষ্কার করতে হবে।

পরিষ্কার তো করলাম এবার আমাকে কি দেবে বল।আমি তোমাকে মৃত মানুষ বলব।মৃত মানুষ বললে হবেনা, বলতে হবে মৃত মানুষের সৎ ভাই।তাহলে আমি তোমাকে মৃত মানুষের সৎ ভাইই বলব।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

হাতছানি দেয় মরণ

  বেশি কথা বলেন যিনি বাচাল তাকে বলে, সবার কাছে অতি প্রিয় মিতভাষী হলে। বেশি ভোজন দেহে শক্তি ওজন বৃদ্ধি

বড়ো একটা ফর্দ

  রাজ্যে ভাণ্ডার স্বল্প সময় দিচ্ছে উজাড় করে, নিবে কেউ বা আঁচল পেতে কেউ বা ধামা ভরে। সেই ভাবনায় রাজা

আমার ভালোবাসা

1 পর্ব  আমার ভালোবাসা  নীলা : আবির আমি তুমাকে অনেক ভালবাসি,তুমি আমাকে ছেড়ে যেও না প্লীজ কথা বলো না কেনো?

গল্প ছোট্ট কুঁড়েঘর আফছানা খানম অথৈ

গল্প ছোট্ট কুঁড়েঘর আফছানা খানম অথৈ খালেদার স্বামী মারা গেছে প্রায় পাঁচ বছর হবে।পাঁচ ছেলে মেয়ে আর শ্বাশুড়িকে নিয়ে খুব

Leave a Reply