0
মৃত মানুষেরা কি করে? কিছুই করেনা, সারাক্ষণ শুধু ঘুম পাড়ে। ঘুম পাড়ে কেন? তাদের কোন কাজ নেই।তাহলে তুমি তাদের একটি কাজ দিয়ে দাও।না আমার হাতে কোন কাজ নেই। তাহলে তুমি কিসের মৃত মৃত মানুষ হলে? না, আমি মৃত মানুষ নই, আমি শুধু তাদের মাথা হাত দিয়ে পরিষ্কার করে দেই।তাহলে আমার মাথাও হাত দিয়ে পরিষ্কার করে দাও।না, তোমার মাথা পরিষ্কার করা যাবেনা। কেন? তোমার মাথায় অনেক দুর্গন্ধ। তাহলে একটি রুমাল দিয়ে পরিষ্কার করে দাও।তেমন কোন রুমাল আমার কাছে নেই। আমার শোবার ঘরের পাশের টেবিলে আছে সেটা এনে পরিষ্কার করে দাও। আনছি। ধর।ধরলে হবেনা, মাথার ঠিক আগ পাছ সব জায়গা পরিষ্কার করতে হবে।
পরিষ্কার তো করলাম এবার আমাকে কি দেবে বল।আমি তোমাকে মৃত মানুষ বলব।মৃত মানুষ বললে হবেনা, বলতে হবে মৃত মানুষের সৎ ভাই।তাহলে আমি তোমাকে মৃত মানুষের সৎ ভাইই বলব।
0