0
এই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল গোলাপ, সেটি আমি ভালবাসি। সেটি আছে সিনাই উপদ্বীপে, সেখানে আমি কেমনে যাব? শুনেছি সেখানে যুদ্ধ চলছে, যুদ্ধ শেষে যাব।কিন্তু যুদ্ধ শেষে কি যেতে পারব? সেখানে যেতে হলেতো একটি বড় হাতিয়ার লাগবে কারন যুদ্ধের দেশের মানুষেরা তো সাধারণত যুদ্ধবাজ হয়।
তাহলে? প্রথমে বড় হাতিয়ার চাই
তেমন একটি হাতিয়ার বল কই পাই

0