0
রকমারি ডট কম ও শাহানা প্রকাশনী ( নীলক্ষেত) এ পাচ্ছেন আমার গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল ‘।বইটিতে আমার কবি আইডি, মোঃ আরিফ হোসেন সর্দার। বইটিতে রয়েছে ৮০ টির মত কবিতা। প্রতিটি কবিতা প্রাণচাঞ্চল্যে ভরপুর।
0
রকমারি ডট কম ও শাহানা প্রকাশনী ( নীলক্ষেত) এ পাচ্ছেন আমার গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল ‘।বইটিতে আমার কবি আইডি, মোঃ আরিফ হোসেন সর্দার। বইটিতে রয়েছে ৮০ টির মত কবিতা। প্রতিটি কবিতা প্রাণচাঞ্চল্যে ভরপুর।
আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।আমি এখানে মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।