0
সেই কবেকার কথা একজন আরেকজনকে ভালবাসত।একজন আরেকজনকে না দেখে থাকতে পারতনা।একদিন না দেখলে মনে হত কতদিন দেখেনি।অথচ আজ আর তাদের সেই ভালবাসা নেই। তাদের সে ভালবাসা কে যেন কেড়ে নিয়েছে।তার নাম বুঝি শকুন কারন শকুন ছাড়া তো কেউ এমন কাজ করেনা।
“শকুনের কাজ শকুনে করেছে কামড় দিয়েছে পায়
তাই বলে কি শকুন’ কামড়ানো মানুষের শোভা পায়!”
0