0
শিক্ষকগণে সহাস্যমুখে
করেন যে পাঠদান,
দিবো মোরা শিক্ষকগণের
সবার উপর মান।
এই সমাজে জ্ঞাণের বাহক
সকল শিক্ষকগণে,
শিক্ষক পেশা অতি মহান
জানি সকল জনে।
বাবা মায়ের পরেই শিক্ষক
হয় না কিছুই আর,
আমার কাছে বড়ো মহান
সকল শিক্ষক স্যার।
শিক্ষক হলো মানুষ গড়ার
আজব কারিগর,
মানুষ হতে চাইলে করবে
তাদের উপর ভর।
শিক্ষক হলো পরম বন্ধু
শিক্ষক পিতৃতুল্য,
শিক্ষকের ঋণ শোধ হবার নয়
দিয়ে কোনো মূল্য।
শিক্ষকগণে শিক্ষার আলোয়
শেখায় জ্ঞানের বাণী,
শিক্ষক হলো পথপ্রদর্শক যে
আমরা সবাই জানি।

0
ভালো লিখেছেন কবি