0
শিশুর হাতে থাকার কথা
যে বয়সে বই,
সেই বয়সে খেত খামারে
টানে আজি মই।
শিশুর দিয়ে কঠোর শ্রমে
চলে যতো কাজ,
শিশু শ্রমিক কামলা নিয়ে
মালিক লাভে আজ।
ইটের ভাটায় দৈহিক শ্রমে
পাচ্ছে নাকো ছাড়,
একটা ভুলে মুচড়ে ধরছে
মালিক পক্ষ ঘাড়।
হোটেল কাজে খাবার নিয়ে
খাটে দিবা রাত,
ভাঙলে প্লেট পিঠের উপর
পড়ে দুড়ুম হাত।
ধনীর দুলাল খেলা ধূলায়
থাকে মেতে বেশ,
গরিব ঘরে বুকের মানিক
ঘানি টেনে শেষ।
আইন কানুন ঠিকই আছে
প্রয়োগ কিন্তু নাই,
শিশুর কাঁধে কঠোর শ্রমটা
চাপায় দিচ্ছে তাই।
0