0
চোখের দিকে তাকানো যায়না। অথচ চোখের দিকে তাকিয়ে থেকেছিলাম কমচেকম বাহাত্তর ঘন্টা। সে আমাকে বলে, এতক্ষণ কেউ চোখের দিকে তাকিয়ে থাকে? বললাম, ঐ চোখের দিকে না তাকালে আমার কিছু ভাল লাগেনা। বলল, তাহলে আরও কিছুক্ষণ তাকিয়ে থাক।বললাম, না আর তাকানো সম্ভব নয়। বলল, তাহলে সেটা কেমন তাকানো হল?বললাম, এই আমার মন যা চায়।বলল, তাহলে তাকাও সারাক্ষন তাকাও, এই তাকানোর যেন শেষ না হয়।
সেই থেকে সে আমার প্রিয়া। এখন তাকে কি দেব ভেবে পাচ্ছিনা। ভাবছিলাম বাতাবি লেবুর গুড় দেব।কিন্তু সেটা দিলে কম হয়ে যায়। দেব লাল বেনারসি শাড়ি যা সোনার মোড়কে মোড়া।এখন কথা হল সেটা দিলে সে আবার রাগ হয়ে যায় কিনা।কারন সে সোনার মোড়কে কোন কিছু পছন্দ করেনা।ভাবছি মন দেব, কিন্তু মনেরত অত দাম নাই।

0