0
স্বাধীন দেশে জন্ম নিয়ে
গর্ব করে বাঁচি,
এই দেশেতে হিন্দু মুসলিম
মিলে মিশে আছি।
লাল সবুজে উদার জমিন
শান্তি বিরাজ করে,
বিভেদ ভুলে হিন্দু মুসলিম
থাকি সবার তরে।
এই দেশেতে নাইকো বিভেদ
বর্ণ বিভেদ জাতি,
হরেক রকম উৎসবে সব
আনন্দেতে মাতি।
লাখো শহীদ রক্তে ভেজা
এই দেশের ঐ মাটি,
লাল সবুজের চারণভূমি
পুত-পবিত্র খাঁটি।
সোনা ফসল রোপণ করি
খেত-খামারে যাই,
মিলে মিশে তুলছি ফসল
কোনো জুড়ি নাই।
এই দেশেতে বসত ভিটায়
আছি সবাই বেশ,
লাল সবুজের এই দেশেতে
আনন্দের এই রেশ।

0