0
যদি কেউ কখনও হাতির শূঁড় দেখে তাহলে তার কি মনে হয়?
যদি সে হাতির শূঁড় হতে পারত।
হাতির শূঁড় হলে কি হত?
সব কলাগাছ খেয়ে ফেলত।
আমি একদিন হাতির শূঁড় ছিলাম।
কিন্তু কোন কলা গাছ খেতে পারিনি।
আজ আমার মনে হচ্ছে হাতির শূঁড় হওয়া ব্যর্থ।
কাজেই, কেউ কোনদিন হাতির শূঁড় হওয়ার চেষ্টা কোরোনা।
0