অনুবাদক পরিচিতি “শায়খ জিয়াউর রহমান মুন্সি ” জীবনী

1

শায়খ জিয়াউর রহমান মুন্সী।জন্ম ১৯৮৪সালে কুমিল্লা জেলায়।৫ম শ্রেণীতে বৃওি পেয়ে ৭ম শ্রেণি পর্যন্ত উচ্চ বিদ্যালয়ে শিক্ষা লাভ করেন তিনি। তারপর হিফযুল কুরআন সম্পন্ন করে ও কওমি নেসাবের বিভিন্ন স্তর অতিক্রম করে আলিয়া মাদরাসায় কামিল শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন। আলিম পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ২য় স্থান, ফাজিল পরীক্ষায় ১৪তম স্থান অজন-সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ১ম শ্রেণি পেয়ে অনার্স ও মাস্টার সম্পন্ন করেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। মাতৃভাষার পাশাপাশি আরবি,ইংরেজি, উর্দু,ফার্সি প্রভৃতি ভাষায় পারদর্শী তিনি। বিভিন্ন ভাষায় রচিত ইসলামের কালজয়ী গ্রন্থগুলো বাংলা ভাষাভাষী পাঠকদের হাতে তুলে দেওয়ার লক্ষে তিনি নিরলসভাবে অনুবাদের কাজ চালিয়ে যাচ্ছেন।শায়খ জিয়াউর রহমান মুন্সির অনূদিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে রাসূলের চোখে দুনিয়া, সীরাতুন নবি (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-১,২,৩,৪,জীবিকার খোঁজে, মৃতু থেকে কিয়ামত, আপনার প্রায়োজন আল্লাহকে বলুন, আল্লাহর উপর তাওয়াক্কুল,বান্দার ডাকে আল্লাহর সাড়া।

এ ছাড়াও কুরআনের বাংলা অনুবাদের একটি স্ট্যান্ডার্ড ভার্সন, নবি (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণিত সমস্ত হাদীসের অনুবাদ নিয়ে হাদীস সমগ্র, বিশদ ব্যাখা ও বিপুল পরিমাণ আয়াত – হাদীস – প্রাচীন আরবি কবিতার উদাহরণ – সম্বলিত পূর্ণাঙ্গ ‘আরবি – বাংলা প্রামাণ অভিধান ‘এবং সীরাতের কমধারা অনুযায়ী একটি বৃহদায়তন তাফসীর-গন্থ প্রাণয়নের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। আল্লাহ তায়ালা তার কাজে বারাকাহ দান করুন। আমীন।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা খারাপ পুরুষ আফছানা খানম অথৈ

কবিতা অভিনয় আফছানা খানম অথৈ খারাপ পুরুষ অতি চালাক অভিনয়ে সে সেরা ছলাকলার ফাঁদে পেলে হৃদয় করে কারা। ইনিয়ে বিনিয়ে

মহান পেশা

শিক্ষা পেশার শিক্ষকগণে দাবি আদায় নিয়ে, অধিকার তাই চাচ্ছে আজি রাজধানীতে গিয়ে। শিক্ষাদানে আলোকিত সমাজ গড়ে যারা, অবহেলার জীবন নিয়ে

বুদ্ধি হবে হাঁসের মাংস খান

প্রবাসী এক বোন প্রিসিলা দিলো মোরে জ্ঞান, বুদ্ধি হইলে সবি পাবেন হাঁসের মাংস খান। হাঁসের মাংসে বুদ্ধি বাড়ে খেতে বলেন

পাথর চুরি

অলির দেশে পাথর চুরি মেনে নেওয়া যায়, সাদা পাথর সোনা ভেবে সবাই নিতে চায়। কভার ভ্যানে নৌকা যোগে করে নিলো

Leave a Reply