এক গ্রামে মাহিন নামে এক দুষ্টু ছেলে ছিল । সে অনেক দুষ্টু ছেলে ছিল । স্কুলে বাংলা ক্লাস । সে কোনো পড়াই শিখেনি । সে বলে, স্য়ার আমি পড়া শিখি নাই । স্য়ার বলে , তোকে এখন আমি কি শিক্ষা দিতে পারি বলতো ? মাহিন বলে, স্য়ার ছাত্র পড়া না শিখলে মারা উচিত । শিক্ষা দেওয়া উচিত নয় । স্য়ার বলে, তোকে তো আমি কি করব নিজেও জানি না ? সে বলে , স্য়ার আপনি যদি না জানেন তাহলে আমি আমার নিজ দায়িত্বে বসে যাই । আর যদি স্য়ার আপনি না জানেন তাহলে আপনি শিক্ষকতা করছেন কেন ? স্য়ার বলে, তুই ক্লাস থেকে বের হয়ে যা , আর হ্য়া অবশ্য়ই কান ধরবি ।মাহিন বলে,স্যার আমি বাইরে শুধু কান ধরতে যাব । বিরিয়ানি খাইতে নয় । স্য়ার বলে ,এই মাহিন তুই এত বেয়াদব কেন ? কিছু কথা না বলে মাহিন ক্লাস থেকে বের হয়ে গেল।সে যখন বাইরে দাঁড়িয়ে ছিল ,তখন পাশের সেকশন থেকে একটি ছেলে বাথরুমে যাচ্ছিল । সে বলে,কীরে মাহিন কি করছ ? মাহিন বলে , ভাই বিরিয়ানি খাচ্ছি তুই খাবি ? ছেলেটি বলে, হ্য়াঁ খাব, কিন্তু বিরিয়ানি কয় ? মাহিন বলে, বাথরুমে।ছেলেটি আর কিছু না বলে সেখান থেকে চলে যায় । স্কুল ছুটি ।মাহিন স্কুল থেকে বাড়ি চলে যায় । তার মা বলে,মাহিন আমার একটা কাজ করে দিতে পারবি ? মাহিন বলল, কি কাজ আম্মু ? তার আম্মু বলে,তোর খালার বাড়ি যেতে হবে । ওই যে তোর আব্বু মধু পাঠাইছে ,আর আমি যে তাল পিঠা বানাইছি সেগুলো দিয়ে আসতে হবে ।তোর খালার বাড়ি ২ দিন থেকে সেখান থেকে তোর নানার বাড়ি যাবি । আবার সেখানে ২দিন থেকে আবার তোর দাদারবাড়ি যাবি । কিছু বলার আগেই তার মায়ের মোবাইল থেকে কল আসে । কথা ২মিনিটের মধ্য়ে শেষ করে আবার মাহিনের কাছে এসে বলে, এই মাহিন তোর খালারা নাকি নানু বাড়িতে আছে । তাহলে তুই সেখানে ২দিন থেকে তোর দাদার বাড়ি যাবি ।আর সেখানে ৩ দিন থেকে বাসায় চলে আসিস । সে দুপুর ৩ টায় ট্রেনের উদ্দেশ্য়ে বের হয় । সে দেখে দুপুর ৩ টা ১৫ মিনিটের একটি ট্রেন আছে । সে তারাতারি করে টিকিট নিতে যায়। সে টিকিটম্য়ানকে বলে, আঙ্কেল আমাকে ১টা টিকিট দেন । মানুষটি বলে,কিসের টিকিট ? মাহিন বলে , প্লেনের টিকিট । মানুষটি বলে ,এইখানে শুধু ট্রেনের টিকিট পাওয়া যায় । মাহিন বলে , যেই টিকিটটি আছে সেই টিকিট দেন । টিকিট নিয়ে সে ট্রেনে উঠে গেল । ট্রেন ছাড়ল । এবার একটা মানুষ টিকিট দেখতে আসছে । সে মানুষটি মাহিনের কাছে আসল এবং বলল, তুমিকি একালা যাচ্ছ ? মাহিন বলে , না আমি দোকলা যাচ্ছি । মানুষটি বলল, দোকলা মানে
কি ? মাহিন বলল, আঙ্কেল একালা মানে কি ? মানুষটি কিছু না বলেই সেখান থেকে চলে গেল । ট্রেন পৌঁছল । সে ট্রেন স্টেশন থেকে রিক্সায় উঠে যায় । শেষ পর্যন্ত নানুর বাড়ি পৌঁছে যায় । সবার সাথে দেখা মিলল । সবাইকে সালাম করে সে ঘরে ঢুকল । পরদিন সকালে সে ক্রিকেট খেলতে গিয়ে তাদের নানাবাড়ির কাচের জানালা ভেঙ্গে ফেলে । জানালার পাশে তার এক ছোট খালতো বোন থাকার কারণে তার গায়ে গিয়ে সব কাচ পড়ে । ফলে সে অনেক ব্য়থা পায় । তাকে সবাই অনেক বকাঝকা করে । রাত হলে তার মা তাকে কল দেয় ও বলে ,তুই কালকের মধ্যে বাসায় আসবি আর দেখ তোর কি হয় ? সে অনেক ভীত হয়েছিল । পরদিন সকাল ১১ টা সে বাজারের এখানে গেল । হঠাৎ একটি ট্রাকের ব্রেক ফেল হয়ে পড়ায় তাকে সেই ট্রাকটি মেরে দেয় এবং সে মৃত্য়ুবরণ করে ।
