আমায় আকাশ ক’রে দাও

0

 

হে ভগবান, আমায় আকাশ ক’রে দাও!
আকাশ অর্ণবের চেয়ে বড়
আকাশ ধরণীর চেয়ে বড়
আকাশ ভাস্করের চেয়ে বড়
আকাশ সৌরমণ্ডলের চেয়ে বড়
আকাশ মানুষের চেয়ে বড়
আকাশ তটিনীর চেয়ে বড়
তাই আমি আকাশ হতে চাই।
যে আকাশ সূর্য-চন্দ্র-তারাদের চেয়ে বড়
আমি তো সেই আকাশই হতে চাই।
কিন্তু নিজে কীভাবে আকাশ হবো?
আমার কি সেই ক্ষমতা আছে?
তাই হে ভগবান, আমায় আকাশ ক’রে দাও!

— অর্ঘ্যদীপ চক্রবর্তী


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply