একা………. (ডাইরির পাতা থেকে)

0

একা থাকার মানে কি হতাশা
আমি তা মনে করি না
নিজেকে চেনার জন্য তো এক থাকা যায়
কিছু সৃষ্টির উদ্দেশেও তো একা থাকা যায়।
কিন্তূ, একা থাকার মানে কিন্তূ সমাজ থেকে দূরে কোন এক গহীনে থাকা নয়,কারণ বর্তমানে তা সম্ভব নয়।
আমি বলি একা থাকার মানে সকলের মধ্যে থেকেও নিজেকে একা অনুভব করা।
কিন্তূ আমি এই একা থাকা কে হতাশা বলিনা
আসলে,আমার মূল বক্তব্য হলো জীবন খুব অল্প সময়ের তাই হতাশ না থেকে জীবন থেকে সব সময় কিছু শিখতে হবে।।।।।

 

আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা খারাপ পুরুষ আফছানা খানম অথৈ

কবিতা অভিনয় আফছানা খানম অথৈ খারাপ পুরুষ অতি চালাক অভিনয়ে সে সেরা ছলাকলার ফাঁদে পেলে হৃদয় করে কারা। ইনিয়ে বিনিয়ে

মহান পেশা

শিক্ষা পেশার শিক্ষকগণে দাবি আদায় নিয়ে, অধিকার তাই চাচ্ছে আজি রাজধানীতে গিয়ে। শিক্ষাদানে আলোকিত সমাজ গড়ে যারা, অবহেলার জীবন নিয়ে

বুদ্ধি হবে হাঁসের মাংস খান

প্রবাসী এক বোন প্রিসিলা দিলো মোরে জ্ঞান, বুদ্ধি হইলে সবি পাবেন হাঁসের মাংস খান। হাঁসের মাংসে বুদ্ধি বাড়ে খেতে বলেন

পাথর চুরি

অলির দেশে পাথর চুরি মেনে নেওয়া যায়, সাদা পাথর সোনা ভেবে সবাই নিতে চায়। কভার ভ্যানে নৌকা যোগে করে নিলো

One Reply to “একা………. (ডাইরির পাতা থেকে)”

Leave a Reply