একুশ

0

আমার হৃদয়ে ভুবনে বহিছে

উজ্জল বর্ণমালা,

যেই বর্ণের স্মৃতিবাণী ঘিরে

একুশ এনেছে মেলা৷

 

একুশ দিয়েছে তরুণ হৃদয়ে

সাহস দীপ্ত ও প্রাণ,

বাংলার মাটি রক্ষতে ভূমি

বিলে দিতে তার জান৷

 

একুশে ঝরেছে রক্ত শহীদের

কেঁদেছে মাতৃকোল,

থেমেছে দামামা উড়ছে আমামা

খুশিতে বাজিছে ঢোল৷

 

একুশ দিয়েছে মুক্ত চেতনা

মায়ের স্বপ্ন আশা,

দেশের জন্য জাতির জন্য

স্বাধীন বাংলা ভাষা৷

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

আবু জাফর মহিউদ্দীন

Author: আবু জাফর মহিউদ্দীন

কবিতা লিখি, কবিতা ভালোবাসি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

One Reply to “একুশ”

Leave a Reply