এলার্জি: উপদ্রব নয়, উপকারও আছে

0

 

 

আমরা সাধারণত এলার্জিকে বিরক্তিকর ও ঝামেলাজনক এক অসুখ বলে মনে করি। হাঁচি, কাশি, চুলকানি কিংবা খাবার খাওয়ার পর অস্বস্তি— এসবই এলার্জির চিহ্ন। তবে সাম্প্রতিক গবেষণাগুলো বলছে, এলার্জি শুধু কষ্টই দেয় না, এর কিছু আশ্চর্য উপকারিতাও আছে।

 

বিশেষজ্ঞদের মতে, এলার্জি মূলত শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার অতিপ্রতিক্রিয়া। কিন্তু এই প্রতিক্রিয়াই প্রমাণ করে, ইমিউন সিস্টেম সচল ও সজাগ আছে। কিছু গবেষণায় দেখা গেছে, যাদের হালকা থেকে মাঝারি ধরনের এলার্জি আছে, তাদের দেহে ক্যানসার প্রতিরোধের ক্ষমতা তুলনামূলক বেশি হতে পারে। কারণ এলার্জি-প্রবণ ইমিউন সিস্টেম ক্ষতিকর কোষ শনাক্তে অনেক বেশি সক্রিয় থাকে।

 

এছাড়া শিশু বয়সে কিছুটা এলার্জির সংস্পর্শে এলে ভবিষ্যতে অটোইমিউন রোগের ঝুঁকি কমে যায়। আর যারা প্রকৃতির ধুলা, ফুলের রেণু ইত্যাদির কারণে হালকা এলার্জিতে ভোগেন, তাদের ফুসফুস সাধারণত পরিচ্ছন্ন রাখতে বেশি সচেষ্ট থাকে।

 

এলার্জি সবসময় নেতিবাচক কিছু নয়। এটি শরীরের সতর্কবার্তা ও নিরাপত্তা ব্যবস্থার অংশ— যা মাঝেমধ্যে বিরক্তিকর হলেও, ভেতরে ভেতরে আমাদের রক্ষা করছেও। তাই সতর্ক থাকুন, তবে ভয় পাবেন

না।

 

 

 

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Shamima rahman

Author: Shamima rahman

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

AddText 07 27 10.53.01

হেপাটাইটিস: নীরব ঘাতক রোগ সম্পর্কে সচেতন হোন আজ থেকেই

  হেপাটাইটিস—একটি রোগের নাম, যা লিভারের প্রদাহের কারণে হয়ে থাকে। কিন্তু মানব শরীরে এর নীরব ভূমিকা ও সুদূরপ্রসারী প্রভাব এই

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ৫টি প্রাকৃতিক উপায়

বর্তমান সময়ে ডায়াবেটিস একটি প্রচলিত স্বাস্থ্য সমস্যা, যা অনিয়ন্ত্রিত জীবনযাপন, ভুল খাদ্যাভ্যাস এবং মানসিক চাপের কারণে দ্রুত বাড়ছে। তবে সঠিক
বেলের উপকারিতা

বেলের উপকারিতা ও অপকারিতা

বেল একটি খুবই সাধারণ ফল। শুধু গ্রামেই নয়, শহরেও তেল সমানভাবে জনপ্রিয়। বেল সাধারণত আমরা শরবত বানিয়ে খেয়ে থাকি। গ্রীষ্মকালে
শর্করা জাতীয় খাবার কি কি

শর্করা জাতীয় খাবার কি কি?

আজকে আমরা জানবো খাদ্যের প্রধান ছয়টি উপাদানের মধ্যে অন্যতম শর্করা জাতীয় খাবার সম্পর্কে। শর্করা, যাকে ইংরেজিতে কার্বোহাইড্রেট বলা হয়, মানবদেহের

Leave a Reply