0
#কবিতা
দুখী মানুষ
আফছানা খানম অথৈ
কত গরীব দেখি রোজ
না খেয়ে আছে
পথেঘাটে পড়ে আছে
কেউ নেই কাছে।
আপন যারা ছিলো কাছে
তারা এখন নাই
বিপদ দেখে সবাই এখন
দূরে সরে যাই।
কত রকম দুখী মানুষ
দেখি ফেসবুকে
তাদের চোখের জল দেখে
হৃদয় কাঁপে ধুকে।
এত রিলিফ দেয় সরকার
তবুও তারা পাই না
মাথা গুজার ঠাঁইটুকু
তাদের কোথাও হয় না।

0