কবিতা মরতে হবে একদিন আফছানা খানম অথৈ

0

মরতে হবে একদিন

আফছানা খানম অথৈ

মিছে এ দুনিয়া
থাকব না চিরদিন,
যেতে হবে একদিন
পৃথিবীর মায়া ছাড়িয়া।
টাকা পয়সা ধন দৌলত
সঙ্গে নাহি যাবে,
সঙ্গে যাবে ঈমান আমল
সাড়ে তিন হাত কাপন।
ছেলে মেয়ে স্বজনেরা
কেউ হবে না সঙ্গী,
অন্ধকার কবরে থাকবে
পড়ে দেহখানি।
মনে রেখো মিছে এদুনিয়া
থাকবে না চিরদিন
মরতে হবে একদিন,
সময় থাকতে দ্বীনের পথে
এসো হে মুসলিম।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

One Reply to “কবিতা মরতে হবে একদিন আফছানা খানম অথৈ”

Leave a Reply