কবিতা শুভদিন আফছানা খানম অথৈ

0

শুভদিন

আফছানা খানম অথৈ

নতুন বছর নতুন দিন
আসছে ঘুরে শুভদিন,
পুরাতন বছরকে বিদায়
নতুন বছরকে স্বাগতম।

বাংলার আকাশে বাতাসে
উড়ছে নতুন বছরের পতাকা,
জোয়ান বুড়ো সবাই মিলে
গাইছে শুভ নববর্ষ।

নতুন বছরের উল্লাসে
মুখরিত বাংলার মাঠঘাট
নাচে গানে তাল মাতাল
বাংলার নওজোয়ান।

এদিক সেদিক সবদিকে
বসেছে মেলা মাঠেঘাটে
ক্রেতা বিক্রেতার উপছে ভিড়
বেচা কেনায় তুমুল ঝড়।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply