কাবু সকল জনে

0

আমজনতা —-বিরাট কষ্টে
রাখছে কে’বা খেয়াল,
তাল বেতালের রাজনীতিতে
শান্তি দেশের বেহাল!

রাজ ভবনে —-ময়ূর পুষে
দিলেন খাদ্য দানা,
এমন সাধ্য কার আছে যে
করবে তাকে মানা!

খিদের জ্বালা বেজায় কষ্ট
লাগছে পেটে খিল,
চটলে বেশি করবে নিরব
পড়বে পিটে কিল।

বিপদ দেখি —সবখানেতে
কাবু সকল জনে,
রাজা-মন্ত্রী –আপন-স্বজন
বেজায় খুশি মনে!

আমজনতার —কঠিন প্রশ্ন
রাজনীতি কি ফিকে,
জোর ক্ষমতায় গর্দান ছিঁড়ে
থাকছে সেতো টিকে।

রাজনীতিতে ফায়দা লোটে
পড়ছে তন্ত্র-মন্ত্র,
শান্তি নামক পোশাকধারী
মরণ ফাঁদের যন্ত্র!

মনুষ্যত্ব——-উধাও আজি
সর্বলোকে জানে!
দেশ কাঁপছে তো কুশাসনে
নীতির বাক্য মানে।

অলীক সুখের—–করতালি
সবখানেতে চলে,
ঝুঁকছে মানুষ কার জোটেতে
সংখ্যায় দলে দলে!


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ফুল (৯)

কাল যে ফুলটি ফুটেছে আজ সে ফুলটি ফোটেনি । সে ফুলটির নাম 'সুন্দর '। সে ফুলটি তুমি আমাকে দিলে, আমি

ও আমার অনাগতা প্রিয়া

একদিন একজনকে আমি  বলেছিলাম, এই আমাকে একটি ফুল দাওতো।সে আমাকে একটি ফুল দিয়েছিল।আজ আমার ভীষণ তাকে মনে পড়ছে।মন চাচ্ছে তাকে

পড়ছে মনে মাকে

  পড়ছে মনে ভীষণ ভাবে প্রবাসে আজ মাকে, এই প্রসাবে কে আমায় বলো খোকা বলে ডাকে। মাকে ছেড়ে বাবার ছেড়ে

অমর হয়ে রবে

আকাশ পথে নির্ভীক সৈনিক ছিল অসীম জাওয়াদ, দেশের শত্রুর কাছে ছিলেন এক যম বজ্রনাদ। দেশ সীমান্তে রাখেন নজর বিমান নিয়ে

One Reply to “কাবু সকল জনে”

Leave a Reply