চলো মুসলিম

0

বজ্র হুংকার চলো মুসলিম।
আছে হিম্মত সামনে চল,
বিপুল ধ্বংসে গুড়িয়ে দাও,
ছাড়ো কামান কালানল।

লড়াই করো বীরের মতো।
নিপাত করো কাফের দল,
দেখাও আজি তেজি দেহের
আছে অটুট শক্তির বল।

নিষ্ঠুর দানব বেদ্বীন জাতি
মোদের আজি চক্ষুশূল।
মুজাহিদ বীর ভাঙ্গরে কপাট
উপড়ে ফেলো দূষিত মূল।

ছিনিয়ে আজ আনবো বিজয়
চল রে মুজাহিদের দল,
শহীদ রক্তে রঞ্জিত হোক
নির্ভীক অটুট মনোবল।

নিখিল অখিল উর্ধ্ব গগন
উড়বে নিশান কালিমার,
চল মুজাহিদ উল্কা বেগে
আজি করি সব চুরমার।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

হযরত আলী (রা:) এর জীবনী

হযরত আলী ইবনে আবি তালিব (রাঃ) ছিলেন ইসলামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব, যিনি সাহস, জ্ঞান, ন্যায়বিচার এবং তাকওয়ার জন্য সুপরিচিত।

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

Leave a Reply