তোমার হাসি চমৎকার

0

খুব শব্দ করে হাস তুমি। এত শব্দ করে হাস যে আমি থাকতে পারিনা। আজ আমি তোমাকে একটা অনুরোধ করবঃ তুমি আর এত শব্দ করে হেসোনা, এত শব্দ করে হাসলে সত্যিই আমার খুব খারাপ লাগে।

তাহলে, তুমি বল কি করতে?

তুমি আরেকটু লো ভয়েছে হাসবে।

আচ্ছা ঠিক আছে, এই যে লো ভয়েছে হাসলাম।

না, এটা তো লো ভয়েছ হলনা এটা সেই শব্দ করে হাসা।

তাহলে?

আরকটু লো ভয়েসে হাসতে হবে।

আচ্ছা ঠিক আছে; এবার বল তোমার নাম কি?আমার নাম আবিফ। এটা কে রেখেছে? আমার মা ।

আবিফ একটা নাম হল? তুমি এ নাম বদলে ফেল।

আবারও তুমি সেই শব্দ করে হাসলে।

আচ্ছা ঠিক আছে, আমি তোমার আবিফ নাম মেনে নিলাম।

এতক্ষণে তুমি একটু লো ভয়েসে হাসলে।

এবার বল তোমার মায়ের নাম কি?  আবিফি জা।

আবিফি জা তো অনেক সুন্দর নাম।

এতক্ষণে তুমি মোটামুটি লো ভয়েসে হাসলে।

আমি এখন থেকে এই লো ভয়েসেই হাসব।

এতক্ষণে তুমি পুরোপুরি লো ভয়েসে হাসলে।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পড়ছে মনে মাকে

  পড়ছে মনে ভীষণ ভাবে প্রবাসে আজ মাকে, এই প্রসাবে কে আমায় বলো খোকা বলে ডাকে। মাকে ছেড়ে বাবার ছেড়ে

অমর হয়ে রবে

আকাশ পথে নির্ভীক সৈনিক ছিল অসীম জাওয়াদ, দেশের শত্রুর কাছে ছিলেন এক যম বজ্রনাদ। দেশ সীমান্তে রাখেন নজর বিমান নিয়ে

স্বাধীন দেশে জন্ম

  স্বাধীন দেশে জন্ম নিয়ে গর্ব করে বাঁচি, এই দেশেতে হিন্দু মুসলিম মিলে মিশে আছি। লাল সবুজে উদার জমিন শান্তি

রকমারি ডট কম ও সাহানা প্রকাশনী ( নীল ক্ষেত) এ পাচ্ছেন আমার কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

আমার গদ্য কবিতার বই কনকচাঁপা দোদুল দোল প্রকাশ পেয়েছে। আপনারা কেউ যদি আমার বই পেতে চান তাহলে রকমারি ডট কম

Leave a Reply