পরিশ্রম মেধাকে সৃষ্টি করে,মেধা পরিশ্রম নয়।

1

আমরা প্রত্যেকেই আকাশ ছোঁয়ার মতো স্বপ্ন দেখে থাকি।যার যার স্বপ্ন তার তার কাছে অনেক মূল্যবান।এই মূল্যবান স্বপ্নকে ঘিরে থাকে আমাদের পরিবার,প্রিয় মানুষ,শখ আরো নানা জিনিস।
কিন্তু আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের দেখা স্বপ্নের বাঁধা হয়ে দাঁড়ায়;আর ঠিক তখনই আমরা ভেঙে পড়ি।ভেঙে না পড়ে যদি আমরা কঠিন সময়টির সাথে মোকাবেলা করি তাহলেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যটিকে ধরতে পারবো।পরিস্থিতি অনুকুলে থাকুক বা না-ই থাকুক,স্বপ্ন আপনার আর আপনাকেই ঠিক করতে হবে পরিশ্রম দিয়ে নিজের স্বপ্ন পূরণ করবেন নাকি পিছু হোটে যাবেন।শেষে একটি কথাই বলবো জন্ম থেকেই কেউ মেধা নিয়ে আসে না,শ্রমের বিনিময়ে যেই ফলাফল পাওয়া যায় তাকেই মূলত মেধা হিসেবে অ্যাখ্যা দেওয়া হয়।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Rupanti Sabiha

Author: Rupanti Sabiha

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা খারাপ পুরুষ আফছানা খানম অথৈ

কবিতা অভিনয় আফছানা খানম অথৈ খারাপ পুরুষ অতি চালাক অভিনয়ে সে সেরা ছলাকলার ফাঁদে পেলে হৃদয় করে কারা। ইনিয়ে বিনিয়ে

মহান পেশা

শিক্ষা পেশার শিক্ষকগণে দাবি আদায় নিয়ে, অধিকার তাই চাচ্ছে আজি রাজধানীতে গিয়ে। শিক্ষাদানে আলোকিত সমাজ গড়ে যারা, অবহেলার জীবন নিয়ে

বুদ্ধি হবে হাঁসের মাংস খান

প্রবাসী এক বোন প্রিসিলা দিলো মোরে জ্ঞান, বুদ্ধি হইলে সবি পাবেন হাঁসের মাংস খান। হাঁসের মাংসে বুদ্ধি বাড়ে খেতে বলেন

পাথর চুরি

অলির দেশে পাথর চুরি মেনে নেওয়া যায়, সাদা পাথর সোনা ভেবে সবাই নিতে চায়। কভার ভ্যানে নৌকা যোগে করে নিলো

Leave a Reply